ভালবাসায় মেতেছে বাংলাদেশ

কারো কাছে ভালবাসা মানে জীবনের বর্ণিল রং, কারো কাছে জীবনের অর্থই ভালবাসা। আর এই ভালবাসার বহিঃপ্রকাশ গোলাপ ছাড়া অপূর্ণতা থেকে যায়। চলুন ভালবাসার এই দিনে ঘুরে আসি সাভারের গোলাপ গ্রাম খ্যাত সাদুল্লাপুর থেকে।

কারো কাছে ভালবাসা মানে জীবনের বর্ণিল রং, কারো কাছে জীবনের অর্থই ভালবাসা। আর এই ভালবাসার বহিঃপ্রকাশ গোলাপ ছাড়া অপূর্ণতা থেকে যায়। চলুন ভালবাসার এই দিনে ঘুরে আসি সাভারের গোলাপ গ্রাম খ্যাত সাদুল্লাপুর থেকে।

আমরা কি জানি কাদের ভালবাসায় এই গোলাপ ফুল তৈরী হয়? চলুন শুনি গোলাপের কারিগরদের কাছ থেকে তাদের কথা।

গোলাপের টানে গোলাপ গ্রামে ঘুরতে আসা দর্শনার্থীদের কাছ থেকে শুনি গোলাপ ভাবনা। শুনলাম গোলাপ কারিগরদের কথা, শুনলাম গোলাপ প্রেমিদের কথা। কিন্তু আমরা কি জানি, কিভাবে এই গোলাপ সারা বাংলাদেশে ছড়িয়ে যায়? চলুন ঘুরে আসি গোলাপের হাট থেকে। ঢাকা থেকে নাসরিন হুদা বিথীর রির্পোট।

Your browser doesn’t support HTML5

ভালবাসায় মেতেছে বাংলাদেশ