বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনকে মাইক পম্পেওর অভিনন্দন

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বাংলাদেশের নব নিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনকে অভিনন্দন জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বাংলাদেশের নব নিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনকে অভিনন্দন জানিয়েছেন।

বৃহস্পতিবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে মাইক পম্পেও এ কে আব্দুল মোমেনকে পাঠান এক বার্তায় তাঁকে অভিনন্দন জানিয়ে আশা প্রকাশ করেছেন আগামী দিন গুলোতে যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের মধ্যে সুসম্পর্ক এবং সহযোগিতা আরও জোরদার হবে। এই দুই জাতির মধ্যে সুসম্পর্ককে মজবুত এবং টেকসই করার বিষয় তিনি তাঁর প্রত্যয় ব্যক্ত করেছেন।

মাইক পম্পেও দশ লাখের ওপর রোহিঙ্গাকে আশ্রয় দেয়ায় বাংলাদেশের প্রশংসা করেন। রোহিঙ্গাদের স্বাভাবিক পন্থায় তাদের নিজ দেশে ফিরে যাওয়ার বিষয়ে বাংলাদেশের প্রতিশ্রুতির সাথেও একমত পোষণ করেন বলে তিনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে তাঁর বার্তায় জানিয়েছেন।

Your browser doesn’t support HTML5

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনকে মাইক পম্পেওর অভিনন্দন