কড়া নিরাপত্তা ব্যবস্থায় তুরাগ নদের তীরে বিশ্ব ইজতেমা শুরু

ijtema

বাংলাদেশে কড়া নিরাপত্তা ব্যবস্থায় শুক্রবার ফজরেরে নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে ঢাকার অদূরে টঙ্গির তুরাগ নদের তীরে বিশ্ব তাবলীগ জামাতের সবচেয়ে বড় সমাবেশ বিশ্ব ইজতেমা।

চার দিনব্যাপী বিশ্ব ইজতেমায় দেশি-বিদেশি লাখো মুসল্লি অংশ নিচ্ছেন বলে জানিয়েছে আয়োজক সংস্থা। মুসল্লিরা ইজতেমা ময়দানেই আজ জুম্মার নামাজ আদায় করেন। আয়োজক সংস্থা জানিয়েছে এবারের চার দিনব্যাপী বিশ্ব ইজতেমার প্রথম দুইদিন পরিচালনা করবেন তাবলীগ জামাতের মাওলানা জোবায়েরপন্থীরা ও তাঁদের আখেরি মুনাজাত অনুষ্ঠিত হবে শনিবার এবং এরপর রোববার থেকে মাওলানা সা’দপন্থীদের পরিচালনায় ইজতেমা ফের শুরু হবে ও সোমবার তাঁদের আখেরি মুনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা। এদিকে, ইজতেমাস্থলে রান্না করার সময় একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের গুজবে আতঙ্কিত হয়ে মুসল্লিরা ছোটাছুটি শুরু করলে অন্তত ২০ জন মুসল্লি আহত হয়েছে্ন বলে জানা গেছে।

ঢাকা সংবাদদাতা জহুরুল আলম জানাচ্ছেন বিস্তারিত।

Your browser doesn’t support HTML5

কড়া নিরাপত্তা ব্যবস্থায় তুরাগ নদের তীরে বিশ্ব ইজতেমা শুরু