দুই বাংলার দুই নারী লেখিকার সাক্ষাৎকার

shahid minar

এবারের নারীকণ্ঠে রয়েছে দুই বাংলার দুই নারী লেখিকার সাক্ষাৎকার।

বাংলাদেশী লেখিকা, বর্তমানে ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক ডক্টর শিখা রহমান।এবং পশ্চিমবঙ্গের নদীয়ার শ্রীকৃষ্ণ কলেজের বাংলার সহ-অধ্যাপিকা সানহিতা কুণ্ডু।

ডক্টর শিখা রহমানের দুটো বই প্রকাশিত হয়েছে এবারের বইমেলায়। বইমেলা উপলক্ষ্যে তিনি এখন ঢাকায় রয়েছেন। টেলিফোনে তাঁর সাথে কথা বলেছেন আমাদের ক্যালিফোর্নিয়া প্রতিনিধি আবু নাসের রাজীব।

সানহিতা কুণ্ডু ভয়েস অফ আমেরিকাকে জানান পশ্চিমবঙ্গে কিভাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয় এবং সন্তানদের মাতৃভাষা সঠিকভাবে শেখার এবং বলার ক্ষেত্রে কেমন ভূমিকা রাখা প্রয়োজন মায়েদের।

Your browser doesn’t support HTML5

womens voice