বৈশ্বিক আইনের শাসন সূচকে ১১২তম অবস্থান পেয়েছে বাংলাদেশ

যুক্তরাষ্ট্র ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা দ্য ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্ট ডব্লিউজেপি এর বৈশ্বিক আইনের শাসন সূচকে ১২৬টি দেশের মধ্যে ১১২তম অবস্থান পেয়েছে বাংলাদেশ।

যুক্তরাষ্ট্র ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা দ্য ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্ট ডব্লিউজেপি এর বৈশ্বিক আইনের শাসন সূচকে ১২৬টি দেশের মধ্যে ১১২তম অবস্থান পেয়েছে বাংলাদেশ।

ডব্লিউজেপি এর প্রকাশিত ‘আইনের শাসন সূচক-২০১৯ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য জানিয়ে বলা হয়েছে দক্ষিণ এশিয়ায় নেপাল, শ্রীলঙ্কা ও ভারত বাংলাদেশের চেয়ে এগিয়ে আছে এবং পেছনে রয়েছে পাকিস্তান। সংস্থাটির ২০১৮ সালের সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১০২তম।

১২৬টি দেশের ১ লাখ ২০ হাজার খানায় জরিপ ও ৩৮০০ জন বিশেষজ্ঞের মতামত নিয়ে ডব্লিউজেপি এই সূচক এবং প্রতিবেদনটি তৈরি করেছে। সংস্থাটি যে ৮ টি বিষয়কে সামনে রেখে আইনের শাসনের সূচক তৈরি করেছে সেগুলো হল সরকারি ক্ষমতার সীমাবদ্ধতা, দুর্নীতির অনুপস্থিতি, উন্মুক্ত সরকার, মৌলিক অধিকার, নিয়ম ও নিরাপত্তা, নিয়ন্ত্রণমূলক ক্ষমতার প্রয়োগ, নাগরিক ন্যায়বিচার এবং ফৌজদারি বিচার।

সুচকে শীর্ষ অবস্থানে থকা তিনটি দেশ হচ্ছে ডেনমার্ক, নরওয়ে ও ফিনল্যান্ড এবং তলানিতে থাকা দেশগুলো হল কঙ্গো, কম্বোডিয়া ও ভেনিজুয়েলা।

Your browser doesn’t support HTML5

বৈশ্বিক আইনের শাসন সূচকে ১১২তম অবস্থান পেয়েছে বাংলাদেশ