স্ক্যানিং মেশিনে পিস্তল ধরা না পড়ায় চাঞ্চল্য

হযরত শাহজালাল বিমানবন্দরের স্ক্যানিং মেশিনে পিস্তল ধরা না পড়ায় চাঞ্চল্য তৈরি হয়েছে। অথচ গত ২৪শে ফেব্রুয়ারি খেলনা পিস্তল নিয়ে বিমান ছিনতাই চেষ্টার পর থেকে বিমানবন্দরে এক ধরনের রেড অ্যালার্ট জারি রয়েছে।

মঙ্গলবার নভোএয়ারের একটি ফ্লাইটে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন চট্টগ্রাম যাচ্ছিলেন। তার ল্যাপটপ ব্যাগে একটি লাইসেন্স করা পিস্তল ছিল। স্ক্যানিং মেশিন থেকে ব্যাগটি আসার পর কাঞ্চন নিজেই কর্তৃপক্ষকে জানান, তার ব্যাগে ভুলবশত পিস্তলটি রয়েছে। এরপর বিমানবন্দর কর্তৃপক্ষ নড়েচড়ে বসেন। আসলে কি ঘটেছিল জানতে চাইলে ইলিয়াস কাঞ্চন বলেন, তিনি নিজেও বিস্মিত পিস্তলটি স্ক্যানিং মেশিন কিভাবে ফাঁকি দিল।

এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। গঠন করা হয়েছে একটি তদন্ত কমিটি। বরখাস্ত করা হয়েছে দায়িত্বরত একজন কর্মীকে। ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী

Your browser doesn’t support HTML5

স্ক্যানিং মেশিনে পিস্তল ধরা না পড়ায় চাঞ্চল্য