ক্রাইস্টচার্চ মসজিদে বন্দুকধারীর গুলিতে নিহত দুই বাংলাদেশির দাফন সম্পন্ন

Victims of Christchurch

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ মসজিদে বন্দুকধারীর গুলিতে নিহত দুই বাংলাদেশিকে দেশে আনার পর তাদের নিজ নিজ এলাকায় বুধবার দাফন করা হয়েছে ।

এর আগে মঙ্গলবার গভীর রাতে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে নারায়ণগঞ্জ জেলার ওমর ফারুক এবং নরসিংদী জেলার জাকারিয়া ভূঁইয়ার মরদেহ ঢাকা পৌছায়।পরিবারের সদস্যরা এবং সরকারি কর্মকর্তারা তাঁদের মরদেহ বিমান বন্দরে গ্রহণ করেন।পরে তাঁদের মরদেহ নিজ নিজ এলাকায় নিয়ে যাওয়া হয় এবং বুধবার বিপুল জনসমাগমের মধ্যে পৃথক নামাজে জানাজা শেষে তাঁদের সমাহিত করা হয় ।

গত ১৫ই মার্চ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে আল নূর এবং লিনউড মসজিদে জুম্মার নামাজ আদায়ের জন্য জমায়েত হওয়া মুসল্লিদের ওপর ২৮ বছর বয়সী এক অস্ট্রেলিয়ান নাগরিক স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে হামলা চালালে ৫০ জন নিহত হন যার মধ্যে ৫ জন বাংলাদেশী ছিলেন । নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে দুই জনকে নিউজিল্যান্ডে সমাহিত করা হয়েছে এবং অপরজনের মরদেহ ঢাকা পৌঁছালে তাঁকে দেশেই দাফন করা হবে বলে জানা গেছে।

Your browser doesn’t support HTML5

Victims Of Christchurch