মস্তক তুলিতে দাও অনন্ত আকাশে-এবারের পহেলা বৈশাখের প্রত্যয়

‘‘মস্তক তুলিতে দাও অনন্ত আকাশে’’-এই দৃঢ় প্রত্যয় আর অঙ্গীকার নিয়ে সমগ্র জাতি পালন করেছে পহেলা বৈশাখ, আনন্দ উচ্ছাস আর প্রিয় মনপ্রাণ দিয়ে। একদিকে আনন্দ উচ্ছাস ও প্রাণের স্পন্দন আর এর বিপরীতের চিত্রটিও এবং নির্মমতার দৃশ্যগুলোও তো আমাদেরই এই সমাজের, এই রাষ্ট্রের। এই সমাজ আর রাষ্ট্রইতো মাদ্রাসার ছাত্রী নুসরাতকে পুড়িয়ে হত্যা করা হয়; প্রতিবছর অসংখ্য নুসরাতকে জীবন দিতে হয়; যৌন নিপীড়ন আর নির্যাতনের শিকার হতে হয়-হত্যা করা হয় নিমর্মতা-নৃশংসভাবে। এই দ্বন্দ্ব আর বৈপরীতের চিত্রটি দিনে দিনে প্রকট হচ্ছে। তাহলে এর জন্য দায়ী কি সমাজ আর রাষ্ট্র কর্তৃক চরম অবহেলা, বিচারহীনতার সংস্কৃতি? এসব প্রশ্ন আজ জাগিয়ে তুলেছে, ভাবিয়ে তুলেছে যেকোনো বিবেকবান মানুষকে। সমস্যা আর সংকটের যে গভীর ক্ষতের সৃষ্টি হয়েছে সমাজে ও রাষ্ট্রে তাতো অস্বীকার করার কোনো উপায় নেই। আর এসব প্রশ্নেরই বিশ্লেষণ করেছেন প্রখ্যাত শিক্ষাবিদ অধ্যাপক আনিসুজ্জামান, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এবং মানবাধিকার সক্রিয়বাদী অ্যাডভোকেট সুলতানা কামাল এবং বিশিষ্ট আইন বিশেষজ্ঞ ড. শাহদীন মালিক।...ঢাকা থেকে আমীর খসরু

Your browser doesn’t support HTML5

মস্তক তুলিতে দাও অনন্ত আকাশে-এবারের পহেলা বৈশাখের প্রত্যয়