পশ্চিমবঙ্গের বিধানসভা উপ-নির্বাচনে তৃণমূলের মদন মিত্রের নাম ঘোষণা

পশ্চিমবঙ্গের ভাটপাড়া বিধানসভা উপ নির্বাচনে তৃণমূল প্রার্থী হিসেবে মদন মিত্রের নাম ঘোষণা করা হয়েছে।

পশ্চিমবঙ্গের ভাটপাড়া বিধানসভা উপ নির্বাচনে তৃণমূল প্রার্থী হিসেবে মদন মিত্রের নাম ঘোষণা করা হয়েছে।

তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার একটি জনসভায় আরও দুটি কেন্দ্রের দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেন, কিন্তু চর্চা শুরু হয়েছে শুধু মদন মিত্রের নাম নিয়েই। কারণ, জেল খাটার পর থেকেই মমতা ও দলের স্বঘোষিত "একান্ত অনুগত সৈনিক" মদনকে নেত্রী দূরে দূরেই রাখতেন। জামিন পেয়ে জেল থেকে বেরিয়ে এসেও মদন ছিলেন পিছনের সারিতে। তবে তিনি যেমন দলনেত্রীর বিরুদ্ধে একবারও মুখ খোলেননি, দলনেত্রীও সব সময় নীরবে তাঁর পাশে থেকেছেন। এ বার সেই আনুগত্যের পুরস্কারই পেলেন এই তৃণমূল নেতা। আরও একটি কারণ আছে।

ভাটপাড়া বিধানসভা কেন্দ্রটি সম্প্রতি খালি হয় সেখানকার দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল বিধায়ক অর্জুন সিং তৃণমূলের টিকিট না পেয়ে বিজেপিতে যোগ দেওয়ায়। তাঁর সঙ্গে টক্কর দেওয়ার দম হয়তো মদন মিত্রেরই আছে। দীপংকর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা

Your browser doesn’t support HTML5

পশ্চিমবঙ্গের বিধানসভা উপ-নির্বাচনে তৃণমূলের মদন মিত্রের নাম ঘোষণা