আজ গোটা দেশের সাথে পশ্চিমবঙ্গে চতুর্থ দফার লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হলো রাজ্যের বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান পূর্ব, বর্ধমান দুর্গাপুর, আসানসোল, বোলপুর এবং বীরভূম লোকসভা কেন্দ্রে।
এদিন চতুর্থ দফার ভোটে অশান্তি এড়াতে পারল না নির্বাচন কমিশন। গ্রীষ্মের দাবদাহে আটটি লোকসভা কেন্দ্রে প্রত্যেকটিতেই বিক্ষিপ্ত অশান্তির খবর পাওয়া গেছে, যদিও সারাদিনের ভোট শেষে রাজ্যের নির্বাচনী পর্যবেক্ষক অজয় নায়েক সংবাদমাধ্যমকে জানিয়েছেন ভোট সম্পন্ন হয়েছে নির্বিঘ্নেই।
বিক্ষিপ্ত অশান্তির খবরে জানা গেছে সংঘর্ষ এড়াতে এদিন আধা সামরিক বাহিনীকে শূন্যে গুলি ছুড়তে হয়েছে, অশান্তি ঠেকাতে কোথাও কোথাও পুলিশকে লাঠিচার্জ করতে হয়েছে, আবার কোথাও খবর পাওয়া গেছে বুথের মধ্যে ঢুকে ছাপ্পা ভোটের, সে ক্ষেত্রে নির্বাচন কমিশন প্রিজাইডিং অফিসারকে অপসারিত করেছেন। কিন্তু সব অশান্তির মধ্যে সাধারণ ভোটাররা কিন্তু ছিল উৎসবের আনন্দে অত্যন্ত উৎসাহের সঙ্গে তারা সারাদিন ভোটের লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন। গত তিন দিনের মতো আজকের চতুর্থ দফার ভোটে ভোট পড়ার হার ছিল ঊর্ধ্বমুখীই।
Your browser doesn’t support HTML5
পশ্চিমবঙ্গে চতুর্থ দফার লোকসভা নির্বাচন অনুষ্ঠিত