অ্যাকর্ডকে বাংলাদেশে কার্যক্রম আরও ২৮১ দিন চালানোর আদেশ

তৈরি পোশাকের ইউরোপীয় ক্রেতাদের জোট অ্যাকর্ড অন ফায়ার অ্যান্ড বিল্ডিং সেফটি ইন বাংলাদেশ বা অ্যাকর্ডকে বাংলাদেশে এর কার্যক্রম আরও ২৮১ দিন চালানোর আদেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত।

তৈরি পোশাকের ইউরোপীয় ক্রেতাদের জোট অ্যাকর্ড অন ফায়ার অ্যান্ড বিল্ডিং সেফটি ইন বাংলাদেশ বা অ্যাকর্ডকে বাংলাদেশে এর কার্যক্রম আরও ২৮১ দিন চালানোর আদেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত।

বাংলাদেশের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার বিচারপতির সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বেঞ্চ অ্যাকর্ড ও তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর মধ্যে সম্প্রতি যে সমঝোতা স্মারক সাক্ষরিত হয়েছে তার ভিত্তিতে রোববার এ আদেশ দিয়েছে। তবে আদালত তাঁর আদেশে বলেছে গত ৮ই মে থেকে অ্যাকর্ড এর বাংলাদেশে অবস্থানের দিনক্ষণ গণনা শুরু হবে।

উল্লেখ্য, ২০১৩ সালে রানা প্লাজা ধ্বসের পর বাংলাদেশের পোশাক কারখানাগুলোর ভবনের কাঠামো, অগ্নি ও বৈদ্যুতিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন ও সংস্কার কাজ তদারক করতে ইউরোপের ২২৮টি ক্রেতার সমন্বয়ে গঠিত অ্যাকর্ড ওই বছরের ১৫ই মে থেকে ৫ বছররে জন্য কাজ শুরু করে। তবে ২০১৭ সালের ২১ জুন অ্যাকর্ড নতুন করে আরও তিন বছর বাংলাদেশে অবস্থানের মেয়াদ বাড়িয়ে নিলে এর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়। অবশেষে সর্বোচ্চ আদালতের নির্দেশে বিষয়টির নিষ্পত্তি হল।

Your browser doesn’t support HTML5

অ্যাকর্ডকে বাংলাদেশে কার্যক্রম আরও ২৮১ দিন চালানোর আদেশ