ভারতের লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী

পশ্চিমবঙ্গের কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী আজ ভারতের লোকসভায় কংগ্রেসের দলনেতা নিযুক্ত হয়েছেন।

সাধারণ নির্বাচনে ভারতের জাতীয় কংগ্রেস দলের শোচনীয় ফলের দায় মাথায় নিয়ে রাহুল গান্ধী যেমন দলীয় সভাপতির পদ ছাড়তে চাইছেন, তেমন লোকসভায় একক বৃহত্তম বিরোধী দলনেতা হতেও তিনি নারাজ। গত কয়েক দিনের চেষ্টায় তাঁকে কিছুতেই রাজি করাতে না পেরে আজ মঙ্গলবার লোকসভা অধিবেশনের দ্বিতীয় দিনে কংগ্রেস ঐ পদে পশ্চিমবঙ্গের সিনিয়র নেতা অধীর রঞ্জন চৌধুরীর নাম ঘোষণা করেছে।

অধীরবাবু মুর্শিদাবাদের বহরমপুর কেন্দ্র থেকে গত পাঁচ দফা লোকসভা নির্বাচনে কংগ্রেসের প্রার্থী হিসেবে জয়ী হয়েছেন। গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও তাঁকে অভিনন্দন জানিয়েছিলেন।

Your browser doesn’t support HTML5

কলকাতা থেকে দীপংকর চক্রবর্তী'র রিপোর্ট।