মালির সীমান্তবর্তী অঞ্চলে আন্তধর্মীয় সংঘাত ও চরমপন্থী জঙ্গীবাদ ভয়াবহ সমস্যায় রূপ নিয়েছে। বিশেষ করে মালি, নাইজের ও বুর্কিনা ফাসোর সীমান্ত অঞ্চলে।
সাম্প্রতিক সময়ে সংঘাত চরম আকারে রূপ নিয়েছে। ১৪ই জুন মালির লিপটাকোর কাছে এক গোলাগুলির মধ্যে পড়ে এক ফরাসী হেলিকপ্টার জরুরী অবতরণে বাধ্য হয়। ঐ ঘটনার দায় শিকার করে আইসিসের স্থাণীয় নেটওয়ার্ক The Islamic State in the Greater Sahara.