সোমবার পয়লা জুুুলাই থেকে ভারতে আনুষ্ঠানিকভাবে অমরনাথ যাত্রা শুরু হলো, শেষ হবে ১৫ই অগস্ট শ্রাবণ পূর্ণিমার দিন।
কাশ্মীরে হিমালয়ের ওপরে একটি গুহায় প্রকৃতির খেয়ালে প্রতি দিন ফোঁটা ফোঁটা জল জমে বরফ হয়ে এই সময়ে একটি শিব লিঙ্গ গঠিত হয়। সেটিই অমরনাথ বলে পূজিত হয়ে থাকে। শিব ভক্ত হিন্দুরা দলে দলে প্রতি বছর দুর্গম গিরি কন্দর পেরিয়ে সেখানে যান পুজো দিতে।
স্থানীয় বাসিন্দারা, যাঁরা অধিকাংশই মুসলমান ছড়িদার, তাঁরা তীর্থযাত্রীদের পথ দেখিয়ে নিয়ে যান অমরনাথে। কিন্তু ইদানিং জঙ্গি হামলার আশঙ্কায় যাত্রা আরও বিপজ্জনক হয়ে উঠেছে। বছর দুয়েক আগে একবার হামলা হয়েছে। এবারও তাই সরকার নিরাপত্তার আবরণে পুরো যাত্রাপথ মুড়ে দিয়েছে। সেনা বাহিনীর সঙ্গে সীমান্ত রক্ষী বাহিনী, সিআরপিএফ এবং রাজ্য পুলিশ বাহিনী মিলে নিরাপত্তার বলয় তৈরি করে গোটা পথ ঘিরে রেখেছে। জম্মু থেকে দুটি পথ ধরে অমরনাথে যাওয়া যায়। একটি বালিতাল হয়ে, অন্যটি পহেলগাম হয়ে। গতকালই দুটি দলে ভাগ হয়ে প্রায় দু'হাজার চারশো তীর্থযাত্রী অমরনাথের উদ্দেশে রওনা হন।
Your browser doesn’t support HTML5
ভারতে অমরনাথ যাত্রা শুরু, শেষ হবে ১৫ই অগস্ট