কলকাতার ডাক্তারদের ওপর হামলার অভিযোগে পাঁচ জনের বিরুদ্ধে মামলা

কলকাতার নীলরতন সরকার হাসপাতালে জুনিয়র ডাক্তারদের ওপর আক্রমণ চালানোর জন্য অভিযুক্ত পাঁচ জনের বিরুদ্ধে হত্যার চেষ্টার অভিযোগে মামলা দায়ের করছে পুলিশ।

কলকাতার নীলরতন সরকার হাসপাতালে জুনিয়র ডাক্তারদের ওপর আক্রমণ চালানোর জন্য অভিযুক্ত পাঁচ জনের বিরুদ্ধে হত্যার চেষ্টার অভিযোগে মামলা দায়ের করছে পুলিশ।

কয়েক দিন আগে যে ঘটনাকে কেন্দ্র করে সারা পশ্চিমবঙ্গে তুলকালাম হয়ে গিয়েছিল, ডাক্তাররা ধর্মঘটে নেমেছিলেন, তার মূল অভিযুক্ত পাঁচ নিগ্রহকারী গ্রেফতার হওয়ার কয়েক দিন পরেই জামিনে ছাড়া পেয়ে যায়। এতে কলকাতা পুলিশ অত্যন্ত বিব্রত। ইতিমধ্যে কর্তব্যচ্যুতির দায়ে ঘটনাস্থল নীলরতন সরকার হাসপাতালে মোতায়েন আউট পোস্টের অফিসার ইন চার্জ এবং সংশ্লিষ্ট এন্টালি থানার অতিরিক্ত ওসিকে সরিয়ে দেওয়া হয়। আজ আদালতের সম্মতিতে পুলিশ ওই পাঁচ জনের বিরুদ্ধে হত্যার চেষ্টার অভিযোগে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে। এর ফলে বিচার ব্যবস্থার প্রতি ডাক্তারদের আস্থা ফিরে আসবে আশা করা যায়। দীপংকর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা

Your browser doesn’t support HTML5

কলকাতার ডাক্তারদের ওপর হামলার অভিযোগে পাঁচ জনের বিরুদ্ধে মামলা