কলকাতার লাগোয়া সল্টলেক বা বিধাননগর পুরসভার মেয়র সব্যসাচী দত্তকে দলবিরোধী কাজের জন্য আজ পদত্যাগ করতে বলা হলেও তিনি রাজি নন।
বেশ কিছু দিন ধরেই সব্যসাচী দত্ত তৃণমূলের গলার কাঁটা হয়ে উঠেছেন। তাঁর হাবেভাবে বোঝা যাচ্ছে যে মুকুল রায়ের উস্কানিতে তিনি বিজেপিতে যোগ দেওয়ার জন্য পা বাড়িয়ে বসে আছেন। রোজ কোনও না কোনওভাবে দলকে চ্যালেঞ্জ করে যাচ্ছেন। কিন্তু দল ছাড়ছেন না।
দিন কয়েক আগেই স্বয়ং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে দেখে বলে উঠেছিলেন, তুই এখনও দলে রয়েছিস কেন? ছেড়ে চলে যা। আজ রাজ্যের নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম সাংবাদিকদের কাছে ওই একই অভিযোগ করেন। পরে ফিরহাদ নিজে সব্যসাচীকে ফোন করে পদত্যাগ করতে বলেন। কিন্তু সব্যসাচী দত্ত তাতে নারাজ। এদিকে দলও তাঁকে তাড়াতে ভরসা পাচ্ছে না। দীপংকর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা
Your browser doesn’t support HTML5
কলকাতার সল্টলেক মেয়র সব্যসাচী দত্তকে পদত্যাগ করতে বলা হয়েছে