মানচিত্রে নাই, চাঁদের এমন অংশে নভোচারী পাঠাচ্ছে ভারত

মানচিত্রে নাই, চাঁদের এমন অংশে নভোচারী পাঠাচ্ছে ভারত। মহাকাশ গবেষণায় ভারতের সাফল্যের অংশ হিসাবে এই অভিযান করা হচ্ছে।

মানচিত্রে নাই, চাঁদের এমন অংশে নভোচারী পাঠাচ্ছে ভারত। মহাকাশ গবেষণায় ভারতের সাফল্যের অংশ হিসাবে এই অভিযান করা হচ্ছে।

সফল হলে ভারত হবে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের পর চদে অবতরণকারী চতুর্থ দেশ।

ভারতের সবচেয়ে শক্তিশালি রকেট লাঞ্চার চন্দ্রায়ন-টু নামের চন্দ্রযানটি পূর্ব ভারতের শ্রিহরিকোটা থেকে উৎক্ষেপিত হবে। নভোযানে থাকবে লুনার অরবিটর, ল্যান্ডার ও রোভার।

৫০ দিন পর অভিযানের সফলতা বিফলতা জানা যাবে যখন ল্যান্ডার চাঁদের দক্ষিনাংশের চন্দ্রপৃষ্ঠে অবতরণ করবে, যেখানে এর আগে কোনো দেশই যায়নি। এ তথ্য জানান ভারতীয় মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান UR Rao satellite center এর পরিচালক P. Kunhikrishnan, Director