যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ নিয়ে কংগ্রেসে স্বাক্ষ্যদান রবার্ট ম্যুলারের

ওয়াশিংটনে আজ এক নাটকীয় দিনের সূচনা হতে চলেছে কারণ আজই সাবেক বিশেষ কৌঁসুলি, রবার্ট ম্যুলার ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডনাল্ড ট্রাম্পের পক্ষে রাশিয়ার হস্তক্ষেপের বিষয়ে কংগ্রেসে স্বাক্ষ্যদান করতে যাচ্ছেন। তিনি এ ব্যাপারেও স্বাক্ষ্য দেবেন যে পরবর্তীতে কৌসুলির তদন্ত প্রতিহত করার চেষ্টা করে প্রেসিডেন্ট ট্রাম্প বিচারে বাধা দিয়েছিলেন কী না।

ওয়াশিংটনে আজ এক নাটকীয় দিনের সূচনা হতে চলেছে কারণ আজই সাবেক বিশেষ কৌঁসুলি, রবার্ট ম্যুলার ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডনাল্ড ট্রাম্পের পক্ষে রাশিয়ার হস্তক্ষেপের বিষয়ে কংগ্রেসে স্বাক্ষ্যদান করতে যাচ্ছেন। তিনি এ ব্যাপারেও স্বাক্ষ্য দেবেন যে পরবর্তীতে কৌসুলির তদন্ত প্রতিহত করার চেষ্টা করে প্রেসিডেন্ট ট্রাম্প বিচারে বাধা দিয়েছিলেন কী না।

নিউ ইয়র্কের এক সময়কার প্রখ্যাত আবাসন ব্যবসায়ী ট্রাম্পের জন্য এই ম্যূলারের এই স্বাক্ষ্য প্রদানের ঝঁকিটা বেশি কারণ এখন তিনি ২০২০ সালের নির্বাচনে দ্বিতীয় দফার জন্য প্রেসিডেন্ট হতে চাইছেন।

ট্রাম্প বলছেন পাঁচ ঘন্টা ধরে গোটা দেশের টেলিভিশনে প্রচারিত ম্যূলারের এই শুনানি দেখার কোন ইচ্ছেই তাঁর নেই , বড় জোর একটু আধটু দেখতে পারেন। তিনি জোর দিয়ে বলেন যে এই শুনানি হচ্ছে বিপুল সময়ের অপচয় এবং রাশিয়ার সঙ্গে সম্পৃক্ততা কিংবা ম্যূলারের তদন্তে হস্তক্ষেপ করার সব অভিযওগ থেকেই তিনি অব্যাহতি পেয়েছেন।

এ বছরের গোড়ার দিকে ম্যূলার তাঁর রিপোর্টে এই সিদ্ধান্তে পৌঁছান যে তিন বছর আগে দেশের প্রেসিডেন্ট হবার জন্য ট্রাম্প রাশিয়ার সঙ্গে কোন ষড়যন্ত্রে সম্পৃক্ত ছিলেন না যদিও নির্বাচনে তাঁর সহযোগীরা রাশীয়ার সঙ্গে একাধিক যোগাযোগ করেছেন। তা ছাড়া ট্রাম্প বিচারে বাধা সৃষ্টি করেছিলেন কী না সে ব্যাপারে ট্রাম্প কোন সিদ্ধান্তে পৌঁছুননি।