আজ হাওড়া জেলা প্রশাসনিক বৈঠকের পর হাওড়ার রাউন্ড ট্যাঙ্ক লেনের পুরনো বস্তির বাসিন্দাদের সাথে দেখা করেন তিনি।বস্তিবাসীদের ঘরে গিয়ে তাঁদের কথা শোনেন মুখ্যমন্ত্রী। তাঁদের অভাব, অভিযোগ, সমস্যা শোনেন। পাশে থাকার আশ্বাস দেন।উল্লেখ করা যেতে পারে পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জনসংযোগ বাড়াতে তৃণমূল কংগ্রেস দলের রাজনৈতিক উপদেষ্টা প্রশান্ত কিশোরের পরামর্শে 'দিদিকে বলো' কর্মসূচি শুরু করেছে তৃণমূল কংগ্রেস। যেখানে দলীয় নেতাদের বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগের কথা বলা হয়েছে। তারই অঙ্গ হিসেবেই যেন আজ প্রশাসনিক বৈঠকে যোগ দিতে গিয়ে নিজেই বস্তিবাসীদের ঘরে পৌঁছে গেলেন 'দিদি' অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা থেকে পরমাশিষ ঘোষ রায়ের প্রতিবেদন
Your browser doesn’t support HTML5
হাওড়া জেলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়