ঢাকার সায়েন্স ল্যাবরেটরি মোড়ে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামের গাড়ির কাছে বোমা বিস্ফোরণ

শনিবার রাত ১০টা নাগাদ দুর্বত্তরা ঢাকার সায়েন্স ল্যাবরেটরি মোড়ে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম এবং তার নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের গাড়ির কাছেই একটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে। আর এতে ২ জন পুলিশ সদস্য আহত হন। পুলিশ রাতেই অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। সন্ত্রাসী সংগঠনের কার্যক্রমের উপর নজরদারী সংস্থা SITE Intelligence জানিয়েছে, আইএস ওই হামলার দায় স্বীকার করেছে। তবে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান রোববার বলেছেন, এটি ছিল একটি দুর্ঘটনা। ঢাকা মেট্রোপলিটান পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, পুলিশই ছিল লক্ষ্য।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, এটি বড় হালমার আগাম পরীক্ষামূলক ঘটনা।ঢাকায় নিরাপত্তা ব্যবস্থা জোড়দার করা হয়েছে।

গত ২৯ এপ্রিল গুলিস্থানে এবং ২৬ মে মালিবাগে দু’টি বিস্ফোরণের ঘটনায় মোট ৫ জন পুলিশ আহত হন এবং ওই ঘটনার দায়ও আইএস স্বীকার করেছিল।

Your browser doesn’t support HTML5

ঢাকা থেকে আমীর খসরুর রিপোর্ট