উত্তরবঙ্গের হ্যামিলটনগঞ্জে গণপিটুনিতে একজনের মৃত্যু

রাজ্যের উত্তরবঙ্গের আলিপুরদুয়ারের হ্যামিলটনগঞ্জে গণপিটুনিতে মৃত্যু হল একজনের। জানা গিয়েছে, বচসার জেরে এক পুরোহিত ও তাঁর ভাইকে ধারালো অস্ত্রের আঘাত করে ওই যুবক। এরপর স্থানীয়রাই ওই যুবককে আটকে বেধড়ক মারধর করে।

রাজ্যের উত্তরবঙ্গের আলিপুরদুয়ারের হ্যামিলটনগঞ্জে গণপিটুনিতে মৃত্যু হল একজনের। জানা গিয়েছে, বচসার জেরে এক পুরোহিত ও তাঁর ভাইকে ধারালো অস্ত্রের আঘাত করে ওই যুবক। এরপর স্থানীয়রাই ওই যুবককে আটকে বেধড়ক মারধর করে। গণপিটুনির জেরেই মৃত্যু হয় ওই যুবকের। ঘটনায় জড়িতদের সন্ধানে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে হ্যামিলটনগঞ্জ থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, রাজলাল শা নামে ওই যুবক হ্যামিলটনগঞ্জের এক পুরোহিতের মেয়েকে বাড়ি থেকে জোর করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু পুরোহিত ও তাঁর ভাই বাধা দেন। অভিযোগ, সেই সময়ই ধারালো অস্ত্র দিয়ে ওই পুরোহিত ও তাঁর ভাইকে আক্রমণ করে ওই যুবক। তখনই অভিযুক্তকে ধরে ফেলে আশপাশের বাসিন্দারা। বেধড়ক মারধর করা হয় তাকে। খবর পেয়ে হ্যামিলটনগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশের তরফেই প্রথমে কালচিনি হাসপাতালে ভরতি করা হয় রাজলালকে। পরে অবস্থার অবনতি হলে তাঁকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় তার। জখম অবস্থায় পুরোহিত ও তাঁর ভাই বর্তমানে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে চিকিৎসাধীন।

প্রসঙ্গত, গত মঙ্গলবার রাতেও ছেলেধরা সন্দেহে এক ভারসাম্যহীন যুবককে বেধড়ক মারধর করা হয় আলিপুরদুয়ারের রাজগঞ্জের দেবেন্দ্রনগর এলাকায়। প্রসঙ্গত বলা যেতে পারে কিছুদিন আগেই পশ্চিমবঙ্গ বিধানসভায় পাশ হয়ে গিয়েছে গণপিটুনি প্রতিরোধ বিল৷ কিন্তু তাতে যে আদতে কোনও পরিবর্তনই ঘটেনি, একের পর এক ঘটনা তারই প্রমাণ।

Your browser doesn’t support HTML5

উত্তরবঙ্গের হ্যামিলটনগঞ্জে গণপিটুনিতে একজনের মৃত্যু