পদার্থ বিজ্ঞানে যৌথভাবে নোবেল জিতেছেন তিন বিজ্ঞানী

পদার্থ বিজ্ঞানে বিশেষ অবদানের জন্য এ বছর যৌথভাবে নোবেল জিতেছেন তিন বিজ্ঞানী। এঁরা হলেন, জেমস পিবলস, মিশেল মেয়র ও দিদিরি কোয়েলোজ।

পদার্থ বিজ্ঞানে বিশেষ অবদানের জন্য এ বছর যৌথভাবে নোবেল জিতেছেন তিন বিজ্ঞানী। এঁরা হলেন, জেমস পিবলস, মিশেল মেয়র ও দিদিরি কোয়েলোজ। আজ মঙ্গলবার রয়েল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস পদার্থবিজ্ঞানে ঐ তিন নোবেল জয়ীর নাম ঘোষণা করে। বিশ্ব ব্রম্ভান্ডের অভ্যুদয় এবং জ্যোতির্মন্ডলে পৃথিবী গ্রহের অবস্থান – এবিষয়ে এঁদের আবিস্কার-গবেষনার স্বীকৃতিতে এঁরা এই নোবেলে ভুষিত হলেন এবার।

এর আগে, মোট ২০৯ জনকে পর্দাথবিদ্যায় নোবেল পুরস্কারে ভূষিত করা হয়। গত বছর যৌথভাবে নোবেল জেতেন যুক্তরাষ্ট্রের আর্থার আসকিন, ফ্রান্সের জেরার্ড মুউরো ও কানাডার ডোনা স্ট্রিকল্যান্ড।