পরিবেশবান্ধব ও জ্বালানি -সাশ্রয়ী হওয়ায় দিনকে দিন বাড়ছে হাইব্রিড প্রযুক্তির গাড়ির চাহিদা

Your browser doesn’t support HTML5

গ্লোবাল ওয়ার্মিং বৃদ্ধিজনিত উদ্বেগের সাথে সাথে বিশ্বে এই গাড়ির ব্যবহার দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। আর এই সেক্টরে কর্মরত টেকনিশিয়ানদের প্রশিক্ষিত করতে কাজ করে যাচ্ছে বাংলাদেশের কিছু তরুণ।
বাংলাদেশে প্রতিদিন বাড়ছে জ্বালানী স্বাশ্রয়ী ও পরিবেশবান্ধব হাইব্রীড প্রযুক্তির গাড়ী। তুলনামূলক কম শব্দ এবং জ্বলানী স্বাশ্রয়ের জন্য যান জটের নগরী রাজধানী ঢাকাতে এ গাড়ীর চাহিদা দিনদিন বেড়েই চলছে। যেহেতু এ প্রযুক্তির গাড়ী বাংলাদেশে নতুন সুতরাং গাড়ীর সংখ্যা বাড়ার সাথে বৃদ্বি পাচ্ছে সমস্যার সংখ্যাও। তাই রাজধানী ঢাকাতে এগিয়ে এসেছে কিছু তরুণ। যারা এই সেক্টরে কর্মরত টেকনিশিয়ানদের প্রশিক্ষিত করতে কাজ করে যাচ্ছে। আজ এমনই একজন তরুণ প্রকৌশলী জনাব আজাদের সাথে কথা বলবো, যিনি এই প্রযুক্তির গাড়ীর মালিক চালক ও টেকনিশিয়ানেদর সচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছেন। বিস্তারিত দেখুন ‍রিপোর্টে।