অযোধ্যা বিতর্কের রায় সমস্যার সমাধান করবে না: সাঈদ ইফতেখার আহমেদ

শনিবার ভারতের সুপ্রিম কোর্ট তার দেয়া রায়ে, অযোধ্যায় বিতর্কিত জমির মালিকানা হিন্দুদের দিয়েছে যার ফলে উত্তর ভারতের অযোধ্যা শহরে মন্দির নির্মাণ সম্ভব হবে। সেখানেই ২৫ বছর আগে ১৬ শতকের একটি মসজিদ ভেঙ্গে ফেলা হয়।

শনিবার ভারতের সুপ্রিম কোর্ট তার দেয়া রায়ে, অযোধ্যায় বিতর্কিত জমির মালিকানা হিন্দুদের দিয়েছে যার ফলে উত্তর ভারতের অযোধ্যা শহরে মন্দির নির্মাণ সম্ভব হবে। সেখানেই ২৫ বছর আগে ১৬ শতকের একটি মসজিদ ভেঙ্গে ফেলা হয়। আদালত অন্যত্র মুসলিমদের জন্য ও ৫ একর জমি বরাদ্দের আদেশ দিয়েছে যেখানে মুসলমানরা মসজিদ নির্মাণ করতে পারবে। আদালতের এই রায়ের সুদূরপ্রসারী প্রভাব ও প্রতিক্রিয়া সম্পর্কে আমেরিকান পাবলিক ইউনিভার্সিটি সিস্টেমের অ্যাডজাঙ্কট ফ্যাকাল্টি ড সাঈদ ইফতেখার আহমেদ বলেন এই রায় সমস্যার সমাধান করবে না বরঞ্চ ধর্ম বার বার ব্যবহৃত হবে রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য। সাক্ষাৎকারটি নিয়েছেন ভয়েস অফ আমেরিকার, আনিস আহমেদ

Your browser doesn’t support HTML5

অযোধ্যা বিতর্কের রায় সমস্যার সমাধান করবে না: সাঈদ ইফতেখার আহমেদ