বাংলাদেশে হঠাৎ হঠাৎ নিত্যপ্রয়োজনীয় পন্যের মূল্য বৃদ্ধি কেনো ঘটে

বাংলাদেশে পেঁয়াজ কেজি প্রতি ২৪০-২৫০ টাকায় বিক্রি হচ্ছে। দুই মাসের মধ্যে দাম বেড়েছে অনেক গুন।

বাংলাদেশে পেঁয়াজ কেজি প্রতি ২৪০-২৫০ টাকায় বিক্রি হচ্ছে। দুই মাসের মধ্যে দাম বেড়েছে অনেক গুন। আগস্ট মাসে পেঁয়াজ ছিল কেজি প্রতি ৭০-৮০ টাকায। উনত্রিশে সেপ্টেম্বর ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধের পর পণ্যটির দাম এক ধাক্কায় বেড়ে ১২০-১৫০ টাকায় ঠেকে। এরপর দাম বাড়তেই থাকে।

বাংলাদেশে বছরে ১৭ থেকে ১৯ লাখ টন পেঁয়াজ উৎপাদন করে। আর ৭ থেকে ১১ লাখ টন পেঁয়াজ আমদানী করে দেশীয় চাহিদা মেটানোর জন্য, যার ৯৫ শতাংশ আসে ভারত থেকে। এছাড়া মিয়ানমার, মিশর, তুরস্ক থেকে পেঁয়াজ আমদানী করে থাকে বাংলাদেশ।

পেয়াঁজসহ বাংলাদেশে হঠাৎ হঠাৎ নিত্যপ্রয়োজনীয় পন্যের মূল্য বৃদ্ধি কেনো ঘটে, কিভাবে তা রোধ করা যায় এসব নিয়ে আজকের আলোচনায় অংশ নিচ্ছেন সিপিডির কর্মকর্তা ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম ও প্রথম আলোর সিনিয়র সাংবাদিক ফখরুল ইসলাম হারুন।

Your browser doesn’t support HTML5

পেয়াঁজের দাম বৃদ্ধি