আফগানিস্তানে তালেবান হামলায় সরকার সমর্থক বাহিনীর ২৮ জন নিহত

আফগানিস্তানে আজ বুধবার কর্মকর্তা সূত্রে বলা হ’য়েছে- তালেবান দূর্বৃত্তেরা দেশের উত্তরাঞ্চলে রাতভরের হামলায় সরকার সমর্থক বাহিনীর কমসে কম ২৮ জনকে হত্যা ক’রেছে।

আফগানিস্তানে আজ বুধবার কর্মকর্তা সূত্রে বলা হ’য়েছে- তালেবান দূর্বৃত্তেরা দেশের উত্তরাঞ্চলে রাতভরের হামলায় সরকার সমর্থক বাহিনীর কমসে কম ২৮ জনকে হত্যা ক’রেছে।

দূর্যোগপুর্ণ আবহাওয়ার মাঝেই তালেবানরা নিত্যদিনই প্রায় আফগানিস্তানের উত্তর ও উত্তরপূর্বাঞ্চলবর্তী প্রদেশগুলোয় গেলো সপ্তাহে রণক্ষেত্র সম হামলা চালিয়ে এসেছে – হত্যা ক’রেছে তারা শতেক খানেক আফগান সেনা – জখম ক’রেছে আরো অনেক জনকে।

জনৈক আফগান কর্মকর্তা, পরিচয় প্রকাশ না করার অনুরোধ জানিয়ে ভয়েস অফ এ্যামেরিকাকে ব’লেছেন – উত্তরের কুনদুয প্রদেশে, দাশ্তে আর্চী জেলার একটি নিরাপত্তা চৌকি দূর্বৃত্তদের হামলায় আক্রান্ত হয়।

প্রাদেশিক পরিষদের জনৈক সদস্য ফাওযাই এফতালী ভয়েস অফ এ্যামেরিকার সঙ্গে কথা বলার সময় জানান – ঐ হামলায় বেশ ক’য়েক জন নিহত হয়েছে। পার্শ্ববর্তী বালখ ও তাখাড় প্রদেশেও আরক্ষা বাহিনীর অপর পনেরো সৈনিক প্রাণ হারায় ব’লে জানিয়েছেন পুলিশের কমান্ডার এবং সরকারী মূখপাত্রেরা।

তালেবানদের প্রধাণ মূখপাত্র যাবিউল্লাহ মুজাহীদ সাংবাদিকদের কাছে পাঠানো বিবৃতিতে দাবী ক’রেছেন – তিনটি প্রদেশে রাতভরের হামলায় সর্বমোট জনা পঞ্চাশ সরকারী সেনা নিহত হ’য়েছে। অবশ্য দূর্বৃত্তদের এহেন দাবী দাওয়ায় হতাহতের এসব সংখ্যা গুলো প্রায়ই ফুলিয়ে ফাঁপিয়েই উল্লেখ করা হয়ে থাকে।