চীনে এই মুহুর্তে যে করোনাভাইরাসের প্রাদূর্ভাব প্রায় মহামারী আকারে বিস্তার লাভ করছে এবং তা নিয়ে চীনেতো বটেই বিশ্বের অন্যান্য অংশেও যে আতংক দেখা দিয়েছে সে বিষয়ে আমরা কথা বলি ডক্টর নাযমুস শাকিব এর সাথে। তিনি চীনে দশ বৎসর যাবত রয়েছেন চিকিৎসক হিসেবে, বেজিংয়ের চিল্ড্রেনস হসপিটালে শিশু রোগ বিশেষজ্ঞ এবং শ্বাসকষ্ট রোগের বিশেষজ্ঞ রুপে। ডক্টর নাযমুস শাকিব এই মুহুর্তে কাজ ক’রছেন পিকিং ইউনিভার্সিটি ফাস্ট হসপিটালের পিএইচডি ফেলো হিসেবে ।তাঁর সঙ্গে ওয়াশিংটন স্টুডিও থেকে টেলিফোনে কথা বলেন সরকার কবীরূদ্দীন ।
Your browser doesn’t support HTML5
করোনাভাইরাস বিষয়ে ডঃ নাযমুস শাকিব এর বক্তব্য