বায়ুদূষণের কারণে প্রতিবছর বাংলাদেশের আর্থিক ক্ষতি হচ্ছে ১৪০০ কোটি ডলার, যা মোট দেশজ উৎপাদন বা জিডিপি এর প্রায় ৫ শতাংশ। সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ার এবং গ্রিনপিসের দক্ষিণ-পূর্ব এশিয়া শাখার করা এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। বাংলাদেশে বায়ু দূষণের কারনে বছরে ৯৬ হাজার মানুষের অকাল মৃত্যু ঘটছে বলে বলে উল্লেখ করে গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে একই কারনে ২০১৮ সালে সমগ্র বিশ্বে ৪৫ লাখ মানুষ প্রাণ হারিয়েছেন যার মধ্যে ৪০ হাজার শিশু মারা গেছে বয়স পাঁচ বছর হওয়ার আগেই। এতে বলা হয় ওই বছরটিতে বায়ু দূষণে বিশ্বব্যাপী বিভিন্ন বয়সী ৭৭ লাখ মানুষকে অ্যাজমা বা শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে যেতে হয়েছে এবং অসুস্থতার কারনে সারা বিশ্বের মানুষ মোট ১৮০ কোটি কর্ম দিবস ছুটি কাটাতে বাধ্য হয়েছেন।
এদিকে, বিশ্বব্যাংক ও বাংলাদেশের পরিবেশ অধিদপ্তরের এক প্রতিবেদনে বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় চতুর্থ খারাপ অবস্থানে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। বৃহস্পতিবার প্রকাশিত ওই প্রতিবেদনে ঢাকার বায়ুদূষণের প্রধান কারণ হিসেবে শহরের চারপাশে অবস্থিত ইটভাটাকে চিহ্নিত করা হয়েছে।
Your browser doesn’t support HTML5
বায়ু দূষণের কারণে বাংলাদেশের ক্ষতি হচ্ছে বছরে ১৪০০ কোটি ডলার