এক হাজার কোটি ডলার দেবেন জেফ বেইযস

Amazon boss Jeff Bezos

বিশাল আন্তর্জাতিক বেচাকেনার অনলাইন সংস্থা এ্যামাযনের প্রতিষ্ঠাতা জেফ বেইযস বলেছেন, জলবায়ু পরিবর্তন জনিত সমস্যার মোকাবেলায় কাজ করতে নিজ তহবিল থেকে তিনি এক হাজার কোটি ডলার অর্থ দেবেন। বিশ্বের সবচেয়ে বিত্তশালী এই ব্যক্তি সামাজিক মাধ্যম ইন্সটাগ্রামের মাধ্যমে জানিয়েছেন, আমাদের এ পৃথিবী যে সবচেয়ে বড় হুমকির মধ্যে পড়তে যাচ্ছে তা মোকাবেলায় কাজ করতে তিনি এ অর্থ দিচ্ছেন। তিনি বলেন “বেইযস আর্থ ফান্ড” নামের এ তহবিল থেকে এই আসছে গ্রীষ্ম মৌসুমে থেকেই এ মঞ্জুরীর অর্থ প্রদান শুরু হবে। এর আগেও অনেক খ্যাতিমান বিত্তশালী জলবায়ু পরিবর্তন জনিত সমস্যা মোকাবেলায় কাজ করতে অর্থ প্রদানের ঘোষনা দেন। এদের মধ্যে রয়েছেন, মাইক্রোসফটের বিল গেইটস-মিডিয়া উদ্যোক্তা সাবেক নিউ ইয়র্ক মেয়র মাইকেল ব্লুমবার্গ এবং হেজ ফান্ডের টম স্টেয়ার।