চেতনা, গৌরব, আত্মত্যাগ ও ভাষার মাস ফেব্রুয়ারি

Your browser doesn’t support HTML5

চেতনা, গৌরব, আত্মত্যাগ ও ভাষার মাস ফেব্রুয়ারি। বাংলা ভাষার মযার্দার এখন বিশ্বব্যাপী। একুশে ফেব্রুয়ারীকে ইউনেস্কো ঘোষনা করেছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাংলা ভাষা বাঙালির অহংকার। ১৯৫২ সালে ফেব্রুয়ারি মাসে মাতৃভাষা বাংলার জন্য প্রান দিয়েছিলেন সালাম, বরকত, রফিক, জব্বার আরো অনেকে। তাদের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছিল। মাতৃভাষার জ্ঞান যার যত স্বচ্ছ, যত পরিস্কার, যত গভীর বিশ্বের যে কোন ভাষা সে তত দ্রুত আয়ত্ত করতে পারবে। বাংলাভাষার মত বিশ্বের সকল ভাষা মর্যাদা লাভ করুক ও মাতৃভাষার চর্চা হোক। বিস্তারিত নাসরিন হুদা বিথীর রিপোর্টে।