পশ্চিমবঙ্গে পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

আবেগ ও শ্রদ্ধায় গোটা বিশ্বজুড়ে যখন পালিত হল আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দিনটি। সেখানে গত মধ্যরাত থেকেই কলকাতা মহানগরীর রাজপথে সাধারন মানুষ পথে নামল মশাল হাতে ভাষা শহীদ দের সশ্রদ্ধ চিত্তে শ্রদ্ধা জানাতে।

আবেগ ও শ্রদ্ধায় গোটা বিশ্বজুড়ে যখন পালিত হল আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দিনটি। সেখানে গত মধ্যরাত থেকেই কলকাতা মহানগরীর রাজপথে সাধারন মানুষ পথে নামল মশাল হাতে ভাষা শহীদ দের সশ্রদ্ধ চিত্তে শ্রদ্ধা জানাতে।

সেই সাথে আজ দিনটি যথোচিত মর্যাদায় পালিত হল কলকাতা সহ গোটা রাজ্যেই। মধ্যরাতের আলোয় জেগে উঠল কলকাতা শহর। অসংখ্য কণ্ঠ গেয়ে উঠল, ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি।’

কলকাতায় রাস্তায় পালিত হল ভাষা শহিদ দিবস। কোথাও জ্বলল মশাল, কোথাও রাস্তায় আলপনা। কলকাতাস্থ বাংলাদেশ উপদূতাবাসেও দিনটি যথোচিত মর্যাদায় পালিত হলো। সেই সাথে মধ্য কলকাতার অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের সামনে থেকে ভাষা ও চেতনা সমিতির আয়োজনে রাতভর চলল বাংলা নাটক, সুফি আর কীর্তনের অনুষ্ঠান। অংশ নেন বাংলাদেশ থেকে আসা শিক্ষার্থীরা।

কোলকাতা প্রেসক্লাবের তরফেও দিনটি যথোচিত মর্যাদায় পালিত হয়। বাঙালি ও বাংলা ভাষার আজকের এই দিনটি গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তে সাড়ম্বরে পালন করল বাংলা ভাষাভাষী মানুষ জন আবেগ ও শ্রদ্ধায়।

Your browser doesn’t support HTML5

পশ্চিমবঙ্গে পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস