ভারতের রাজধানী দিল্লিতে টানা চার দিন ধরে চলা সাম্প্রদায়িক হাঙ্গামায় এপর্যন্ত ২৩ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন অন্তত দু'শো জন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প রাষ্ট্রীয় সফরে ভারতে আসার আগের দিন থেকেই দিল্লিতে অশান্তির আগুন জ্বলতে শুরু করে। গতকাল রাতে তিনি দেশে ফিরে যাওয়ার পরেও সেই আগুন নেভেনি। আজ বুধবার দিল্লির হাঙ্গামায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩, আহত অন্তত দু'শো। এবং আজই প্রথম এই বিষয়ে মুখ খুলে দিল্লিবাসী ভাই বোনদের কাছে শান্তির আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী আজ সকালে সাংবাদিক সম্মেলন ডেকে এই পরিস্থিতির জন্য কেন্দ্রের বিজেপি সরকারকে দায়ী করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ দাবি করেন। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল হাঙ্গামা থামাতে সেনা নামানোর আবেদন করেছেন। দিল্লি হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট আজ অশান্তি দমনে পুলিশের ব্যর্থতার তীব্র নিন্দা করে সকলের নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করতে বলেছে।
ওদিকে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস জানিয়েছেন, দিল্লির ঘটনাবলী অত্যন্ত উদ্বেগজনক। আন্দোলনকারীদের শান্তিপূর্ণ প্রতিবাদ জানানোর অধিকার থাকাটা গণতন্ত্রের অন্যতম শর্ত। তিনি পরিস্থিতির ওপর তীক্ষ্ণ নজর রাখছেন।
দীপংকর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা
Your browser doesn’t support HTML5
দিল্লিতে সাম্প্রদায়িক হাঙ্গামায় ২৩ জনের মৃত্যু