খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে মুক্তির আবেদন করা হয়েছে

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য তার পরিবারের পক্ষ থেকে সরকারের কাছে সাময়িক মুক্তির আবেদন করা হয়েছে। খালেদা জিয়ার ভাই শামীম ইস্কান্দার ৮ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ওই আবেদন করেছেন বলে তার বোন সেলিমা ইসলাম সোমবার সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন।

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য তার পরিবারের পক্ষ থেকে সরকারের কাছে সাময়িক মুক্তির আবেদন করা হয়েছে। খালেদা জিয়ার ভাই শামীম ইস্কান্দার ৮ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ওই আবেদন করেছেন বলে তার বোন সেলিমা ইসলাম সোমবার সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন।

ইতিপূর্বে ৪ দফায় দেশের সর্বোচ্চ আদালত খালেদা জিয়ার জামিন আবেদন নাকচ করে দিয়েছে। খালেদা জিয়ার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন সংবাদ মাধ্যমকে বলেছেন, সরকার দু’পন্থায় সাময়িক মুক্তি দিতে পারে।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, তারা এই আবেদন করেছেন, বিএনপির পক্ষ থেকে করা হয়নি। ইতিপূর্বে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানিয়েছিলেন, খালেদা জিয়া দোষ স্বীকার করলেই প্যারোলে মুক্তি দেয়া যেতে পারে। ঢাকা থেকে আমীর খসরু

Your browser doesn’t support HTML5

খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে মুক্তির আবেদন করা হয়েছে