ইলেক্টোরাল কলেজের নির্বাচকরা জো বাইডেনের বিজয় নিশ্চিত করেছেন

Members of Georgia's Electoral College are sworn in before casting their votes at the state Capitol, Monday, Dec. 14, 2020, in Atlanta. (AP Photo/John Bazemore, Pool)

সোমবার যুক্তরাষ্ট্র জুড়ে প্রেসিডেন্ট নির্বাচিত করতে ইলেক্টোরাল কলেজে ভোট হয়েছে, নির্বাচকরা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন যে গত মাসে অনুষ্ঠিত নির্বাচনে প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন আমেরিকার নেতা হিসাবে নতুন চার বছরের মেয়াদে ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করেছেন।

জো বাইডেন যিনি কিনা প্রায় অর্ধ শতাব্দী ধরে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অংগনে একজন বিচক্ষণ ডেমোক্রেটিক নেতা হিসেবে রয়েছেন, ্তিনি ২০২০ সালের নির্বাচনে ২৭০টি ইলেক্টরাল ভোট অর্জনের মাধ্যমে বিজয় নিশ্চিত করেছেন। তিনি ৩০৬-২৩২ ব্যবধানে ইলেক্টোরাল কলেজের ভোটে জয়লাভ করেছেন এবং ট্রাম্পকে দেশের ২৪৪ বছরের ইতিহাসে হোয়াইট হাউসে একক মেয়াদ পরে পুনর্নির্বাচনে পরাজিত পঞ্চম প্রেসিডেন্ট হিসাবে পরিণত করেছেন।