বিধানসভা নির্বাচনে প্রতিটি বুথে অন্তত চারজন জওয়ান নিরাপত্তার দায়িত্বে থাকবে

পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনে রাজ্যের প্রতিটি বুথে অন্তত চারজন করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান নিরাপত্তার দায়িত্বে থাকবে৷ এর পাশাপাশি থাকবে একজন করে লাঠিধারী পুলিশ৷ এমনই পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন৷ রাজ্যের এডিজি আইনশৃঙ্খলার তরফে বিভিন্ন জেলার পুলিশ সুপার এবং জেলা নির্বাচনী আধিকারিকদের কাছে বুথের নিরাপত্তা নিয়ে যে নির্দেশ পৌঁছেছে, তাতেই এই নির্দেশের কথা বলা হয়েছে৷

Your browser doesn’t support HTML5

বিধানসভা নির্বাচনে প্রতিটি বুথে অন্তত চারজন জওয়ান নিরাপত্তার দায়িত্বে থাকবে

জানা গিয়েছে, যে ভোটগ্রহণ কেন্দ্রগুলিতে একটি করেই বুথ থাকবে সেখানে থাকবেন চারজন করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান৷ তাঁদের সঙ্গে থাকবেন একজন লাঠিধারী পুলিশ৷ আর যে ভোটগ্রহণ কেন্দ্রগুলিতে বুথের সংখ্যা দুই বা তার বেশি, সেখানে আটজন করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান থাকবেন৷ সঙ্গে থাকবেন একজন করে লাঠিধারী পুলিশ৷মাওবাদী অধ্যুষিত বলে যে এলাকাগুলি পরিচিত ছিল, সেখানে প্রতিটি বুথ পিছু আটজন করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান থাকবেন৷ সঙ্গে লাঠিধারী পুলিশও থাকবে৷