যুক্তরাষ্ট্রে এক হাজার জনের মধ্যে গড়ে ৬.৮ জন মেয়ের বাল্য বিবাহ হয়

Your browser doesn’t support HTML5

বিশ্বের অনেক অনুন্নত ও উন্নয়নশীল দেশের মত যুক্তরাষ্ট্রেও বাল্য বিবাহ একটি সমস্যা। এক সমীক্ষায় দেখা গেছে, যুক্তরাষ্ট্রে এক হাজার জনের মধ্যে গড়ে ৬.৮ জন মেয়ের বাল্য বিবাহ হয়। আর এর মধ্যে এক চতুর্থাংশ ১৮ বছর বয়সের আগেই পৃথক বা তালাকপ্রাপ্ত হন। যেসব মেয়ে বাল্য বিবাহ করেছিলেন, কেমন চলছে তাদের জীবন - তা নিয়ে ভয়েস অফ আমেরিকার Carolyn Presutti এর প্রতিবেদন থেকে জানাচ্ছেন তাওহীদুল ইসলাম।