জেনারেল ও প্রফেশনাল ইংরেজির মধ্যে পার্থক্য বোঝা জরুরী

Your browser doesn’t support HTML5

বিশ্বের মাঝে নিজেকে তুলে ধরতে হলে ইংরেজি শেখা খুবই প্রয়োজন। আর সে কথা মাথায় রেখেই বই মেলায় প্রকাশিত হয়েছে রোকসানা আক্তার রুপী'র লেখা 'করপোরেট কমিউনিকেশন' নামের একটি বই। এই বইয়ে লেখিকা ইন্টারন্যাশনাল ইমেইল এ্যটিকেটগুলো কি, প্রেজেন্টেশনের স্টাইল কি, মিটিং এ কিভাবে ইংরেজিতে কথা বলতে হয়- তা তুলে ধরেছেন।
রোকসানা আক্তার রুপী বলছিলেন, জেনারেল ও প্রফেশনাল ইংরেজির মধ্যে যে পার্থক্য থাকে সেটা বোঝা জরুরী। এবং ইংরেজিতে শুদ্ধভাবে কথা বলতে হলে, নিয়মিত চর্চার মাধ্যমেই কেবল তা সম্ভব। ঢাকা থেকে নাসরিন হুদা বিথী'র রিপোর্ট।