সোমবার সচিবালয়ে পেশাগত দায়িত্ব পালনের জন্য সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে যান বাংলাদেশের প্রথম আলোর অনুসন্ধানী প্রতিবেদক রোজিনা ইসলাম।সেখানে বিকেল তিনটার দিকে মন্ত্রণালয়ের কর্মকর্তারা তাঁকে একটি কক্ষে আটক করে রাখেন।মোবাইল ফোনে কিছু গুরুত্বপূর্ণ নথির ছবি তোলার অভিযোগ আনা হয় তাঁর বিরুদ্ধে। এরপর দণ্ডবিধির ৩৭৯ ও ৪১১ ধারায় এবং অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টের ৩ ও ৫ ধারায় মামলা করা হয় রোজিনার বিরুদ্ধে। সানজানা ফিরোজের প্রতিবেদন।