তেহরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচী নিয়ে আপোষ নয়: ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট

Iran's President-elect Ebrahim Raisi speaks during a news conference in Tehran, Iran June 21, 2021. Majid Asgaripour/WANA (West Asia News Agency) via REUTERS ATTENTION EDITORS - THIS IMAGE HAS BEEN SUPPLIED BY A THIRD PARTY.

ইরানের নতুন কট্টরপন্থী প্রেসিডেন্ট, ইব্রাহিম রাইসি সোমবার বলেছেন, তিনি তেহরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি সীমাবদ্ধকরণ বা আঞ্চলিক মিলিশিয়া বাহিনীর প্রতি ইরানের সমর্থন নিয়ে আলোচনা করবেন না। 

ইরানের নতুন কট্টরপন্থী প্রেসিডেন্ট, ইব্রাহিম রাইসি সোমবার বলেছেন, তিনি তেহরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি সীমাবদ্ধকরণ বা আঞ্চলিক মিলিশিয়া বাহিনীর প্রতি ইরানের সমর্থন নিয়ে আলোচনা করবেন না।

এ ছাড়া, রাইসি তেহরানে সাংবাদিকদের বলেন যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে তিনি বৈঠক করবেন না, কারণ আমেরিকা ইরানকে পারমাণবিক অস্ত্র বিকাশ থেকে বিরত রাখতে ২০১৫ সালের আন্তর্জাতিক চুক্তিতে পুনরায় যোগদানের চেষ্টা করছে।

গত সপ্তাহের প্রেসিডেন্ট নির্বাচনের জয়ের পরে তার প্রথম সংবাদ সম্মেলনে যখন তাকে ১৯৮৮ সালের প্রায় পাঁচ হাজার মানুষের গণহত্যায় জড়িত থাকার বিষয়ে জিজ্ঞাসা করা হয়, রাইসি তখন নিজেকে "মানবাধিকার রক্ষাকারী" বলে অভিহিত করেন।