এক ঝলকে আমেরিকার প্রধান কিছু খবর

Your browser doesn’t support HTML5

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন শনিবার টেক্সাসের একটি সিনাগগে ১০ ঘন্টা ধরে চলা জিম্মি অচলাবস্থাকে "সন্ত্রাসমূলক তৎপরতা" বলে উল্লেখ করছেন। এফবিআই-এর সোয়াট দল সিনাগগের ভিতরে দ্রুত প্রবেশ করে এবং ঐ অপহরণকারীর মৃত্যুর সাথে সাথে ঘটনার অবসান ঘটে।

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও পূর্বাঞ্চলে ভারী তুষারপাত এবং বরফসহ মারাত্মক শীতকালীন ঝড়ের কারণে লক্ষ লক্ষ আমেরিকান সতর্ক অবস্থায় ছিলেন। ঐ ঝড়ে সোমবার ভোর পর্যন্ত আনুমানিক ১লক্ষ ৩০হাজার গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় ছিলেন।

জর্জিয়া রাজ্যের শিশু হাসপাতালের কর্মীরা বলছেন যে তারা লক্ষ্য করেছেন দেশব্যাপী ওমিক্রন ক্রমাগত ছড়িয়ে পড়ার কারণে শিশুদের মাঝে কোভিড-১৯-এ আক্রান্তের সংখ্যা বেড়েছে। পাঁচ বছরের নীচে শিশুদের কোভিড-এ আক্রান্তের ঝুঁকি বেশি কারণ ঐ বয়সীরা কোভিড ভ্যাকসিনের জন্য উপযুক্ত নয়।