পাকিস্তানের পুলিশ কনভয়ে ভয়াবহ বোমা হামলা

অগ্নিনির্বাপক কর্মীরা কোয়েটার একটি বাজার এলাকায় একটি বিস্ফোরণস্থলে আগুন নেভানোর চেষ্টা করছে, যেখানে তিনজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছিল। ২মার্চ, ২০২২, ছবি- এএফপি

দক্ষিণ-পশ্চিম পাকিস্তানের কর্তৃপক্ষ বুধবার বলেছে যে রাস্তার পাশে একটি বোমা বিস্ফোরণে একজন ঊর্ধ্বতন কর্মকর্তাসহ অন্তত তিনজন নিহত এবং ২৪ জন আহত হয়েছে।

প্রাথমিক পুলিশ রিপোর্টে জানা গেছে যে বোমাটি প্রধান সড়কের পাশে পার্ক করা একটি মোটরবাইকে লুকিয়ে রাখা হয়েছিল এবং এর লক্ষ্যবস্তু ছিল বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটার একটি পুলিশ যানবহর।

হাসপাতালের একজন মুখপাত্র ওয়াসিম বেগ বলেছেন, আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা "সঙ্কটজনক" এবং তিনি আশঙ্কা করছেন মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। আহতদের মধ্যে অন্তত ১০ পুলিশ সদস্য রয়েছেন।

মারাত্মক এই হামলার জন্য দায়বদ্ধতার তাৎক্ষণিক কোনো দাবি করা হয়নি।

নিষিদ্ধ জাতিগত বেলুচ জঙ্গি গোষ্ঠী এবং পাকিস্তানি তালিবান, যা তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) নামেও পরিচিত, বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনী এবং বেসামরিক লোকজনের বিরুদ্ধে নিয়মিত হামলা চালায়।

গত মাসে, স্বল্প জনসংখ্যা অধ্যূষিত প্রদেশে পাকিস্তান সেনাবাহিনীর দুটি প্রধান ঘাঁটি আক্রমণের মুখে পড়ে এবং সেই সংঘর্ষ তিন দিন স্থায়ী হয়েছিল, এতে নয়জন সেনা এবং ২০ জন হামলাকারী নিহত হয়েছিল।

বালুচ লিবারেশন আর্মি, বা বিএলএ, পাকিস্তান এবং যুক্তরাষ্ট্র কর্তৃক একটি সন্ত্রাসী গোষ্ঠী হিসাবে অভিহিত । তারাই একযোগে হামলার দায় নিয়েছে।

বেলুচিস্তানে কয়েক বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ হামলা হয়েছিল যখন জঙ্গিরা অতর্কিত আক্রমণ চালিয়ে ১০ জন পাকিস্তানি সৈন্যকে হত্যা করে। ‘এর মাত্র কয়েকদিন পরেই এই হামলা হয়েছে৷ বিএলএ সহিংসতার জন্য কৃতিত্ব দাবি করেছে।