বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৬ মৃত্যু, শনাক্ত ৬০৪

ঢাকা, বাংলাদেশে করোনভাইরাস সংক্রমণের বৃদ্ধির মধ্যে বিপুল সংখ্যক লোক কোভিড-১৯ ভ্যাকসিন নেয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছেন। ৩০ জানুয়ারি ২০২২।

বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ছয় জনের মৃত্যু হয়েছে এবং শনাক্ত হয়েছে ৬০৪ জন। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৬৪ জনে। এছাড়া মোট শনাক্তের সংখ্যা ১৯ লাখ ৪৬ হাজার ৩৬৯ জনে পৌঁছেছে।

শুক্রবার দেশের স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৮ হাজার ৮৯০ জনের নমুনা পরীক্ষা করা হয়। এদিন শনাক্তের হার তিন দশমিক ২০ শতাংশ। মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৪ দশমিক ৪৩ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার এক দশমিক ৪৯ শতাংশ।

এদিকে ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও চার হাজার ৪০৩ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৩৫ হাজার ৯৮০ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৪ দশমিক ৩৩ শতাংশ।