বাংলাদেশে ধর্মীয় উগ্রবাদী সংগঠন গাজওয়াতুল হিন্দের একজন সদস্য গ্রেপ্তার

হাতকড়া। (ছবি- অ্যাডোবি স্টক)

ধর্মীয় উগ্রবাদী সংগঠন গাজওয়াতুল হিন্দের একজন বাংলাদেশি সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাইবার ক্রাইম ইউনিট। বাংলাদেশে বিচারক ও পুলিশের ওপর হামলার পরিকল্পনার অভিযোগে রাজধানী ঢাকার ফকিরাপুল এলাকা থেকে রবিবার (৬ মার্চ) তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার বাংলাদেশি মনির আব্দুল রাজ্জাক (৪০) বাহরাইনপ্রবাসী। পুলিশের জিজ্ঞাসাবাদে মনির জানিয়েছে, গাজওয়াতুল হিন্দের হয়ে তার মিশন সম্পন্ন করতে বিচারক ও পুলিশের ওপর হামলার উদ্দেশ্যে তিনি ২৮ ফেব্রুয়ারি দেশে আসেন।

পুলিশের সাইবার-ক্রাইম ইউনিট সূত্র জানায়, বাহরাইনে অবস্থানকালে মনির মানুষকে চরমপন্থী কার্যকলাপে উদ্বুদ্ধ করতে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করেন।

তার বিরুদ্ধে ডিএমপির রমনা মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।