নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে লঞ্চডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১০

শীতলক্ষ্যা নদী। (ছবি- ইউএনবি)

নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে পণ্যবাহী জাহাজের ধাক্কায় লঞ্চডুবির ঘটনায় মঙ্গলবার (২২ মার্চ) আরও দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে।

নারায়ণগঞ্জের ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ্ আল আরেফীন জানান, ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল সকাল ৮টার দিকে ডেমরা এলাকার আব্দুল্লাহ আল জাবের আদনানের (৩৫) লাশ এবং পরে সকাল সাড়ে ১০টার দিকে আরোহী (৩) নামে এক শিশুর লাশ উদ্ধার করে।

লঞ্চের দুই যাত্রী এখনো নিখোঁজ রয়েছেন এবং তাদের সন্ধানে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের তথ্য মতে, রবিবার দুপুর আড়াইটার দিকে মুন্সিগঞ্জগামী এমভি আফসার উদ্দিন লঞ্চটি “রূপসী ৯” নামের মালবাহী জাহাজের ধাক্কায় ডুবে যায়।