দিল্লীতে ‘প্রধানমন্ত্রী মিউজিয়াম’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতের আহমেদাবাদে স্থানীয় সংস্থাগুলির নির্বাচিত প্রতিনিধিদের এক সম্মেলনে বক্তৃতা করছেন। (এপি ছবি/অজিত সোলাঙ্কি)

‘প্রধামন্ত্রী মিউজিয়াম’-এর উদ্বোধন করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার নয়াদিল্লীতে নবনির্মিত এই মিউজিয়ামের প্রথম দর্শনার্থী হিসেবে টিকিট কাটেন তিনি।

জানা গেছে, এতদিন পর্যন্ত যারা ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলেছেন, তাদের স্মৃতিচিহ্ন সংরক্ষিত রয়েছে এই সংগ্রহশালা তথা মিউজিয়ামে। কেন্দ্রীয় সরকারের তরফে বলা হয়েছে, এই সংগ্রহশালার মূল উদ্দেশ্য ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রীদের সফর, স্বাধীনতা সংগ্রামের ইতিহাস জনসাধারণের কাছে তুলে ধরা।

প্রধানমন্ত্রীর সচিবালয় সূত্রে জানানো হয়েছে, এই সংগ্রহশালায় ভারতের ১৪ জন প্রাক্তন প্রধানমন্ত্রীর জীবনী, অবদান ও তাদের চিন্তাধারা সম্বলিত নথি রয়েছে। এই সংগ্রহশালায় একটা বড় জায়গাজুড়ে রয়েছে দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর স্মৃতিচিহ্ন। তিনি যা যা সম্মান, স্মারক পেয়েছিলেন, তা রাখা থাকবে এই মিউজিয়ামে। বলা যেতে পারে, এই মিউজিয়াম হয়ে উঠেছে এক ছাদের নীচে বিরাট ইতিহাস।