ইসলামিক স্টেটের সীমান্ত আক্রমণের দাবি উজবেকিস্তান প্রত্যাখ্যান করেছে

১৫ই অগাস্ট, ২০২১ সালে তোলা এই ছবিতে দেখা যাচ্ছে আমু দরিয়া নদীর উপর "বন্ধুত্ব সেতু" থেকে দুই কিলোমিটার দূরে একটি পুলিশ চেকপয়েন্টের কাছে একটি কাঁটাতারের প্রাচীর, এটি টারমেজের কাছে উজবেকিস্তান এবং আফগানিস্তানের সীমান্ত।

ইসলামিক স্টেটের সাথে জড়িত জঙ্গিরা প্রতিবেশী আফগানিস্তান থেকে উজবেকিস্তানে রকেট হামলা চালিয়েছে, এ রকম প্রতিবেদন "অসত্য" বলে উড়িয়ে দিয়েছে উজবেকিস্তানের কর্তৃপক্ষ।

সন্ত্রাসী গোষ্ঠীটির আফগান সহযোগী, ইসলামিক স্টেট খোরাসান প্রদেশ বা আইএসকেপি এই মর্মে দাবি করার একদিন পরে যে সোমবার সকালে উত্তর আফগান প্রদেশ বলখ থেকে তারা ১০টি রকেট নিক্ষেপ করেছে, উজবেকিস্তানের তরফ থেকে তা অস্বীকার করা হয়। দাবি অনুযায়ী ঐ রকেটের লক্ষ্য ছিল সীমান্তের উজবেক দিকে টারমেজে একটি সামরিক ইউনিট।

উজবেক প্রতিরক্ষা মন্ত্রক মঙ্গলবার তাদের ওয়েবসাইটে একটি বিবৃতি প্রকাশ করেছে যাতে উল্লেখ করা হয়েছে যে আফগানিস্তানের সাথে দেশের সীমান্ত "উজবেক সামরিক বাহিনীর দ্বারা সম্পূর্ণ নিয়ন্ত্রিত এবং স্থিতিশীল।"

সাইট ইন্টেলিজেন্স গ্রুপ যারা সন্ত্রাসী অপ প্রচার অনুসরণ করে তাদের তথ্যে বলা হয়েছে ইসলামিক স্টেট সোমবারের কথিত রকেট হামলার একটি ছবি এবং ভিডিও প্রকাশ করেছে, দাবি করেছে যে এটি বালখের সীমান্ত শহর হাইরাতানের কোথাও থেকে শুরু করা হয়েছিল।