দুই মাসেরও বেশি সময় আগে রাশিয়া ইউক্রেন আক্রমণ করে যাকে রাশিয়া বলছে বিশেষ অভিযান । এই হামলায় ইউক্রেনের বহু শহর বিধ্বস্ত হয়েছে। এক অমানবিক পরিস্থিতিতে নিপতিত হয়েছে ইউক্রেনের অসামরিক বাশিন্দা। ক্ষতি হয়েছে রাশিয়ারও। কিন্তু কেন এই যুদ্ধ আর ‘এর পরিণতিই বা কী ! এ সব নিয়েই বিশ্লেষণ করেছেন আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশিষ্ট গবেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক, ড. দেলোয়ার হোসেন । আর তাঁর সঙ্গে কথা বলেছেন ওয়াশিংটন থেকে ভয়েস অফ আমেরিকার আনিস আহমেদ ।