নাটোরের বনপাড়া এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৭ জন নিহত

নাটোরের বনপাড়া এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৭ জন নিহত (প্রতীকী ছবি)

বাংলাদেশের নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার বনপাড়া এলাকায় বনপাড়া–হাটিকুমরুল মহাসড়কে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে সাতজন নিহত এবং ১২ জন আহত হয়েছেন। শনিবার (৭ মে) সোয়া ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

বগুড়া হাইওয়ে পুলিশের পুলিশ সুপার (এসপি) মুন্সী শাহাব উদ্দিন জানান, বেলা সোয়া ১১টার দিকে ঢাকা থেকে রাজশাহীগামী “ন্যাশনাল ট্রাভেল পরিবহন” ও বিপরীত দিক থেকে আসা “সিয়াম পরিবহনের” মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে সাতজন নিহত এবং ১২ জন আহত হন।

তিনি বলেন, “হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা নিহত ও আহতদের উদ্ধার করেছে। আহতদের স্থানীয় ক্লিনিক ও জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে”।