যুক্তরাষ্ট্রের কাছ থেকে বহুমুখী বিনিয়োগ চায় বাংলাদেশ

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, “বাংলাদেশে যুক্তরাষ্ট্রের বর্তমান বিনিয়োগ জ্বালানি খাতে কেন্দ্রীভূত”। তিনি যুক্তরাষ্ট্রের ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে জ্বালানি খাতের বাইরে গিয়ে বাংলাদেশে তাদের বিনিয়োগ বহুমুখী করতে উৎসাহিত করেছেন।

তিনি বলেন, “অনেক সম্ভাবনাময় ক্ষেত্র রয়েছে যেখানে বাংলাদেশ বিদেশি বিনিয়োগ চায়”।

সোমবার (৯ মে) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধিদল আব্দুল মোমেনের সঙ্গে দেখা করে। তাদের সঙ্গে আলোচনার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের বোর্ড চেয়ার ও শেভরনের ভাইস-প্রেসিডেন্ট (ব্যবসা উন্নয়ন) জে আর প্রাইর বলেন, “বাংলাদেশে কাউন্সিলের প্রথম বাণিজ্য মিশনের উদ্দেশ্য হলো পুরনো বন্ধুত্বের নবায়ন করা এবং নতুন অংশীদারির সুযোগ অন্বেষণ করা”।

প্রাইর বলেন, যুক্তরাষ্টের কোম্পানিগুলো বাংলাদেশের চমৎকার অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে চায়।

যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধিদল দুই দেশের মধ্যে অর্থনৈতিক সুযোগ খুঁজতে ১১ মে পর্যন্ত বাংলাদেশ সফর করছে। তারা ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সদস্য। ডিজিটাল, জ্বালানি, আর্থিক পরিষেবা, বীমা ও কৃষির মতো খাতের ২৫ জনের বেশি নির্বাহী ব্যবসায়িক প্রতিনিধিদলে রয়েছেন।

এর আগে রবিবার বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস প্রতিনিধিদলের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময় করেন।