কম্বোডিয়ার জেলেদের জালে ধরা পড়ল এক বিশালাকৃতির স্টিংরে

Your browser doesn’t support HTML5

মেকং নদীতে কম্বোডিয়ার জেলেদের কাছে সম্প্রতি এক বিশালাকৃতির স্টিংরে ধরা পড়ে। সেটিঢ় দৈর্ঘ্য ৪ মিটার আর ওজন ১৮০ কিলোগ্রাম। সহায়তার জন্য জেলেরা ঐ এলাকায় অবস্থিত বিশেষজ্ঞদের শরণাপন্ন হন।

ইউনিভার্সিটি অফ নেভাডার মৎস্য জীববিজ্ঞানী, জেব হোগান ঐ বিশেষজ্ঞ দলের নেতৃত্ব দিচ্ছিলেন। দলটি নদীর এক দুর্গম এলাকায় গবেষণার কাজ করছিল। তাদেরকে এই আবিষ্কারের বিষয়ে জানানো হয় এবং তারা মাছটি আবারও মুক্ত করে দিতে সাহায্য করেন।

এক ভিডিও কলে রয়টার্সকে হোগান বলেন, “আমরা স্টিংরেটাকে নদীর একটা সুবিধাজনক জায়গায় নিয়ে যাই, হুকটা খুলে ফেলি, সেটিকে একটা তারপলিনের উপর রাখি আর তারপর সেটিকে ঠেলে নদীতে নামিয়ে দেই। পরে সেটিকে নদীর উপর দিয়ে ধীরে ধীরে সাঁতার কেটে চলে যেতে দেখি।” (রয়টার্স)